ড্রেসিংরুমে অরিগামি ও ধন্যবাদ নোট রেখে বিশ্বকাপ থেকে জাপানের বিদায়

শুধু খেলায় ভালো পারফর্ম্যান্স নয়, নিজেদের দায়িত্ববোধ এবং পরিপাটির জন্য বরাবরই শিরোনামে জায়গা করে নেন জাপানি দর্শক এবং ফুটবলাররা।
কাতার বিশ্বকাপেও এর ব্যতিক্রম ঘটেনি। হারুক বা জিতুক, জাপানের ম্যাচ যখনই হয়েছে, ম্যাচ শেষে জাপানি দর্শকেরা স্টেডিয়াম পরিষ্কার করে তবেই ঘরে ফিরেছেন। আর ফুটবলাররা তাদের ড্রেসিং রুম রেখে গেছেন গোছগাছ করে, রেখে যাননি ব্যবহারের কোন চিহ্ন।
ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের আসর থেকে বিদায়বেলায়ও ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেনি সামুরাই ব্লুরা। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ একটি নোট এবং অরিগামি শিল্পের সারস পাখি তৈরি করে ড্রেসিং রুমে রেখে যায় পরিপাটি এ দল। খবর ফ্রি প্রেস জার্নাল-এর।
গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ছিল জাপান-ক্রোয়েশিয়া ম্যাচ। নকআউট পর্বের এই ম্যাচ দু'দলের জন্যেই ছিল খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বকাপের স্বপ্ন দেখিয়েও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারল না মায়া ইয়োশিদার দল। নির্ধারিত এবং অতিরিক্ত সময়েও সমতা থাকায়, ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। অবশেষে ক্রোয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়ে যায় সূর্যোদয়ের দেশটির।
শেষ ষোলোতেই রূপকথার গল্পের সমাপ্তি ঘটায় ভক্তদের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছিলেন খেলোয়াড়েরাও। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টায় এসেও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ নিজেদের সংস্কৃতির ধাঁচে ধন্যবাদ জানাতে ভোলেনি জাপানের ফুটবল দল। তারা ড্রেসিং রুমে একটি নোট রেখে যান, যেটিতে আরবি এবং জাপানিজ ভাষায় লেখা ছিল 'ধন্যবাদ'। এছাড়াও অরিগামি শিল্প ব্যবহার করে কয়েকটি সারস পাখি তৈরি করেও রেখে যান তারা।
অন্যদিকে গ্যালারিতে জাপানি সমর্থকরা তো আছেনই! প্রতিবারের মতোই হারার বেদনার মধ্যেও আবর্জনা পরিষ্কার করে তবেই স্টেডিয়াম ছাড়েন জাপানের সমর্থকরা। জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের দিন আল জানুব স্টেডিয়ামে আবারও নীল রংয়ের ব্যাগ দেখা যায় তাদের হাতে। ভারাক্রান্ত মন নিয়ে গ্যালারিতে পড়ে থাকা আবর্জনা সেই ব্যাগের ভরে তারা স্টেডিয়াম পরিচ্ছন্ন করেন।