বিশ্বকাপে আলোচনায় সুয়ারেজের কান্না ও আবু বকরের লাল কার্ড

কাতার বিশ্বকাপে ঘটছে একের পর এক অঘটন। একইসাথে নানা ঘটনা জায়গা করে নিচ্ছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ঠিক তেমনই বহুল আলোচিত দুটি ঘটনা হচ্ছে: গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার সংবাদে মাঠে লুইস সুয়ারেজের কান্না এবং অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক গোলের পর নিয়ম বহির্ভূত উদযাপন করতে যেয়ে ভিনসেন্ট আবু বকরের লালকার্ড।
গত শুক্রবার গ্রুপ এইচে নিজেদের শেষ ম্যাচে ঘানার মুখোমুখি হয়েছিল লুইস সুয়ারেজের উরুগুয়ে। ম্যাচটিতে ঘানার বিপক্ষে দুই গোলের সহজ জয় পেলেও শেষ ষোলোতে জায়গা করে নিতে পারেনি উরুগুয়ে। কেননা গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বসে। যার ফলে দক্ষিণ কোরিয়া শেষ ষোলতে জায়গা করে নেয়, বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় উরুগুয়েকে।
দক্ষিণ কোরিয়া যখন পর্তুগালের সাথে ২-১ গোলে ম্যাচ শেষ করে, তখনও অপরদিকে চলছিল ঘানা বনাম উরুগুয়ের ম্যাচ। দক্ষিণ কোরিয়াকে টপকিয়ে শেষ ষোলতে যাওয়ার জন্য তখন ঘানার বিপক্ষে উরুগুয়ের দরকার ছিল আর মাত্র একটি গোল। আর তখনই সময় যত অতিবাহিত হচ্ছিলো, উরুগুয়ের ডাগআউট ও দর্শকদের মাঝে সৃষ্টি হয়েছিল এক আবেগঘন পরিস্থিতি। তবে সকলের আবেগকে ছাড়িয়ে লুইজ সুয়ারেজের অঝোরে কান্না ফুটবল দর্শকদের মনকেও ভারাক্রান্ত করেছে।

ম্যাচ শেষের বাঁশি যখন রেফারি বাজিয়েছে, তখন একদিকে ভিন্ন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা আনন্দে আত্মহারা হলেও আল জানুব স্টেডিয়ামে নিজের জার্সি দিয়েই মুখ ঢেকে অঝোরে কেঁদেছেন সুয়ারেজ। কেননা বয়স ও ফর্ম বিবেচনায় এটাই সুয়ারেজের শেষ বিশ্বকাপ। আর তাই হয়তো নিজের আবেগকে আটকে রাখতে পারেননি সুয়ারেজ।
বিশ্বকাপে সুয়ারেজের ঘটনাটি বেদনার হলেও ক্যামেরুনের স্ট্রাইকার আবু বকরের লাল কার্ডের ঘটনাটি আনন্দের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফেভারিট ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ক্যামেরুন। শক্তি ও সামর্থ্য বিবেচনায় ম্যাচটিতে ব্রাজিল খুব সহজ জয় পাবে বলেই ধারণা করা হচ্ছিলো। কিন্তু ব্রাজিল কোচ তিতে বেঞ্চে খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজানোর সিদ্ধান্ত হিতে বিপরীত হয়ে যায়। পুরো ম্যাচে ব্রাজিল প্রাণপণ চেষ্টা করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। বরং ম্যাচের ৯২ মিনিটে ক্যামেরুনের তারকা ফুটবলার ভিনসেন্ট আবু বকরের দুর্দান্ত এক গোলে গোটা বিশ্বকে অবাক করে ম্যাচ জিতে যায় ক্যামেরুন।

যে ব্রাজিল গ্রুপ পর্বের গত দুই ম্যাচে প্রতিপক্ষের শট নিজেদের গোলকিপার পর্যন্ত পৌঁছুতে দেয়নি, সেই শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে উত্তেজনা ধরে রাখতে পারেনি আবু বকর। আনন্দে আত্মহারা হয়ে নিজের জার্সি খুলে খালি গায়েই গোল উদযাপন করেন আবু বকর। আর নিয়ম বহির্ভূতভাবে জার্সি খুলে উদযাপনের জন্য রেফারি নিয়ম অনুযায়ী তৎক্ষণাৎ হলুদ কার্ড দেখায় আবু বকরকে।
অন্যদিকে ম্যাচের ৮১ মিনিটে ব্রাজিলের মার্টিনেল্লিকে ফাউল করায় আগে থেকেই আবু বকরের প্রতি একটি হলুদ কার্ড ছিল। আর তাই গোল পরবর্তী আরেকটি হলুদ কার্ড দেখানোয় সর্বশেষ লালকার্ড দেখানো হয় আবু বকরকে। লালকার্ডের পর আবু বকর মুখে হাসি নিয়ে রেফারির সাথে হাত মেলায়। কেননা এ লাল কার্ড আনন্দের; এ লাল কার্ড প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ মঞ্চে ব্রাজিলকে হারানোর পর উদযাপনের ফল।