'ইউক্রেন বাঁচাও, ইরানের নারীদের জন্য সম্মান'- বার্তা নিয়ে মাঠে ঢুকে পড়ল দর্শক
নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তেমনভাবেই পর্তুগাল-উরুগুয়ের মধ্যেকার খেলা চলাকালীন সময়ে মাঠে ঢুকে পড়েন একজন দর্শক।
পর্তুগালের হয়ে খেলছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, স্বাভাবিকভাবেই মনে হতে পারে এই দর্শকের বুঝি তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়েছে।
কিন্তু না, এই দর্শক মাঠে ঢুকেছেন ভিন্ন উদ্দেশ্যে!
হাতে সমকামিতাকে সমর্থন জানিয়ে রংধনু পতাকা, আর টি-শার্টের সামনে ইউক্রেন বাঁচানোর বার্তা আর পেছনে ইরানের নিপীড়িত নারীদের জন্য সম্মান জানিয়ে মাঠে দৌড়াতে থাকেন নাম না জানা এই ব্যক্তি।
পরবর্তীতে তাকে ধরে ফেলতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনি।
