কাতার বিশ্বকাপে সবথেকে দ্রুততম গোল করলেন কানাডার ডেভিস

কাতার বিশ্বকাপের সবথেকে দ্রুততম গোল করলেন কানাডার আলফোন্সো ডেভিস। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় গোল করে কানাডাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
বিশ্বকাপে কানাডার প্রথম গোলও এটি। ৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে নামা উত্তর আমেরিকান দেশটি ১৯৮৬ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে একটি গোলও দিতে পারেনি।
ক্রোয়েশিয়া এবং কানাডার মধ্যেকার ম্যাচের আগে পর্যন্ত কাতার বিশ্বকাপে গোল হয়েছে মোট ৬০ টি। ডেভিসের গোলের আগে কাতারে সবচেয়ে দ্রুততম গোলটি করেছেন নেদারল্যান্ডসের কোডি গাকপো।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে গোল করেন গাকপো।
বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দ্রুততম গোলের রেকর্ড তুরস্কের হাকান সুকুরের।
২০০২ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল করেন সুকুর।