১০ গোলের জন্য ১০ রকম নাচ! খেলার পাশাপাশি নাচেও বিশ্বকাপ মাতাবে ব্রাজিল

বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে এবারের ফুটবল বিশ্বকাপে অভিষেক হচ্ছে ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাতার বিশ্বকাপ নিয়ে এতটাই উচ্ছ্বসিত যে শুধু ফুটবল নয়, করছে নাচের অনুশীলনও!
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, একটি-দুটি নয়, পুরো ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা।
ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়ার ভাষ্যে, "সত্যি কথা বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে।"
তাহলে ১১ নম্বর গোল শেষে কী করবেন তারা? "তখন নতুন কিছু ভাবতে হবে", বলেন রাফিনিয়া।
এর আগে রিয়াল মাদ্রিদের ম্যাচে নাচের মাধ্যমে গোল উদযাপনের জন্য সমালোচিত হয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র।
স্পেনের সমালোচনা সত্ত্বেও তিনি এবং সতীর্থ রদ্রিগো নাচ চালিয়ে যান। নেইমার আর রাফিনিয়া তখন প্রকাশ্যে ভিনিসিয়াসের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সময়ও নিশ্চয়ই নিত্যনতুন নাচের ভঙ্গি প্রদর্শনের প্রতিজ্ঞা নিয়েছেন ভিনিসিয়ুস!
ব্রাজিলের ট্রফি কেসে শোভা পাচ্ছে পাঁচটি বিশ্বচ্যাম্পিয়নের মুকুট যা 'গ্রেটেস্ট শো অন আর্থ' ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ। কিন্তু সেই ব্রাজিলই দীর্ঘদিন ধরে তীর্থের কাকের মতো চেয়ে আছে আরেকবার সোনালি শিরোপাটি ছুঁয়ে দেখার আশায়। সর্বশেষ ২০০২ সালে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এরপর আর শিরোপার দেখা নেই, দুই দশকে তাদের সেরা সাফল্য সেমি-ফাইনাল খেলা।
এক নজরে ব্রাজিলের বিশ্বকাপ রেকর্ড
বিশ্বকাপে অংশগ্রহণ: ২১তম
শিরোপা: পাঁচটি
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)
বিশ্বকাপের ম্যাচ রেকর্ড: ১০৯ ম্যাচ; ৭৩ জয়, ১৮ ড্র ও ১৮ হার
বিশ্বকাপে গোল: ২২৯ (বিশ্বকাপের সর্বোচ্চ)
সর্বোচ্চ জয়: ৭-১, প্রতিপক্ষ- সুইডেন (১৯৫০)
যার ওপর নজর থাকবে: নেইমার
ফিফা র্যাঙ্কিং: এক নম্বর
কাতার বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ
সার্বিয়া (২৪ নভেম্বর)
সুইজারল্যান্ড (২৮ নভেম্বর)
ক্যামেরুন (২ ডিসেম্বর)