টানা দুই জয়, এবার চ্যানেল টোয়েন্টিফোরকে হারাল টিম বিজনেস স্ট্যান্ডার্ড

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যানেল টোয়েন্টিফোরকে পাঁচ উইকেটে পরাজিত করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম।
সিক্স-এ-সাইড অর্থাৎ ৬ ওভার ও ৬ উইকেটের এ খেলায় চ্যানেল টোয়েন্টিফোর টসে জিতে ব্যাট করতে নেমে ৬২ রান সংগ্রহ করে। ৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩ ওভার ৩ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম বিজনেস স্ট্যান্ডার্ড।
বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষে রফিকুল ইসলাম ৫ ছক্কা ও এক চারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ক্রিকেট টিম: রিয়াদ হোসেন (অধিনায়ক), জাহিদুল ইসলাম, এম এম জসিম, শওকত আলী, রফিকুল ইসলাম, ইয়ামিন সাজিদ ও শাওন হাসনাত।
এর আগে গত বৃহস্পতিবার ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে এটিএন বাংলাকে চার উইকেটে হারিয়েছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।