খেলতে না চাওয়ার পরও নিউজিল্যান্ড সফরের দলে সাকিব, কী বলছেন পাপন

নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব আল হাসান; গত কয়েক দিন ধরে চলছিল এমন আলোচনা। বিসিবির পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি দেওয়া না হলেও শনিবার মিলল এর সত্যতা। ইতোমধ্যে মৌখিকভাবে বিসিবিকে বিষয়টি জানিয়েছেন সাকিব। এরপরও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দলে বাঁহাতি এই অলরাউন্ডারকে যুক্ত করা হয়েছে।
মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের মৌখিক আবেদনের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, 'আনুষ্ঠানিকভাবে সে (সাকিব) কিছু বলেনি। তবে অনানুষ্ঠানিকভাবে সে বলেছে। আমি বলেছি আনুষ্ঠানিকভাবে জানাতে, তারপর সিদ্ধান্ত। কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণ তো দিতে হবে।'
সাকিব যদি আবেদন করেন, বিসিবি ছুটি মঞ্জুর করবে কিনা; এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট করে কিছু জানাননি বিসিবি সভাপতি। তিনি বলেন, 'তামিমও নেই। সাকিব তো কেবল ব্যাটার না। বোলিংও করতে পারে। সাকিব থাকলে টিম কম্বিনেশনটা ভালো হয়। আর সবার বিকল্প থাকলেও সাকিবের নেই। এটা তো আমি সব সময় বলে আসছি।'
আনুষ্ঠানিক চিঠি না দিলেও সফরে না যাওয়ার ব্যাপারটি বিসিবিকে জানিয়েছেন সাকিব। এরপর তাকে কেন দলে যুক্ত করা হলো। এমন প্রশ্নের জবাবে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'সাকিব যেহেতু আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তাই তাকে নিয়েই দল গড়েছি আমরা।'
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলেও এবার কোয়ারেন্টিনের নিয়ম কিছু শিথিল করা হয়েছে। এবারের সফরে বাংলাদেশকে সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। ফিরে অস্বস্তি নিয়ে ৪ ওভার বোলিং করেন। ওপেনিংয়ে ব্যাটিংও করেন সাকিব। এরপর জানানো হয় গ্রেড-১ এর ইনজুরি থাকায় পরের দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের।
দুবাই থেকেই যুক্তরাষ্ট্রেপরিবারের কাছে চলে যান সাকিব। সেখানেই চলে তার পুববার্সন প্রক্রিয়া। পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু ফিট না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। গত সোমবার ফিটনেস টেস্টে পাস করায় পাকিস্তানের বিপক্ষে তাকে নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামে বাংলাদেশ।