কেন ৩০ নম্বর বেছে নিলেন মেসি?

সব জল্পনা-কল্পনার শেষ। দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন লিওনেল মেসি। তৃতীয় বছরের চুক্তির সুযোগও রাখা হয়েছে। ২১ বছর বার্সেলোনায় পার করা আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ফরাসি ক্লাবটিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জানিয়েছেন নতুন লক্ষ্যের কথাও।
পিএসজিতে মেসির বার্সার সতীর্থ নেইমার আছেন। দুই বন্ধুর যুগলবন্দী হচ্ছে আবার। ক্লাবটিতে আছেন মেসির স্বদেশী আনহেল ডি মারিয়া, লেয়ান্দ্রো পারেদেস, মাউরো ইকার্দিরাও। মেসির কাছে পিএসজি নতুন ক্লাব হলেও এখানকার অনেকেই তার ঘরের মানুষের মতো।
অনেক চেনা মানুষের মাঝে যাওয়া মেসির চিরচেনা একটা ব্যাপার বদলে যাচ্ছে। ২০০৮ সাল থেকে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলে এসেছেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলেও তার জার্সি নম্বর ১০। কিন্তু পিএসজিতে ১০ নম্বর নয়, রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার খেলবেন ৩০ নম্বর জার্সি পরে।
কেন তার জার্সি নম্বর বদলে গেল? তবে কি নেইমার ১০ নম্বর ছাড়তে নারাজ? এমন কোনো ব্যাপার নেই। দুই বন্ধুর মধ্যে এতটাই বোঝাপড়া যে, জার্সি নম্বর কোনো বাধাই হয়নি। নেইমার মেসিকে ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন, মেসিকে প্রস্তাবও দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু মেসি ১০ নম্বর নেননি, তিনি বেছে নিয়েছেন ৩০ নম্বর।
এই ৩০ নম্বর জার্সির সঙ্গে মেসির পরিচয় অবশ্য বহুদিনের। ৩০ নম্বর জার্সিতেই ২০০৪ সালে বার্সেলোনার মূল দলে যাত্রা শুরু হয়েছিল কিশোর মেসির। ৩৪ বছর বয়সে এসে প্রথমবারের মতো ক্লাব পাল্টানো মেসি ফিরে গেলেন কৈশরে, আবারও গায়ে তুলতে যাচ্ছেন ৩০ নম্বর জার্সি।
সিনিয়র ক্যারিয়ারে মেসি এর বাইরে কেবল ১৯ নম্বর জার্সি পড়েছেন। বার্সায় ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ১৯ নম্বর জার্সি পরে খেলেন তিনি। ২০০৮ সালে রোনালদিনহো বার্সা ছাড়ার পর মেসির গায়ে ওঠে ১০ নম্বর জার্সি। এরপর কাতালান ক্লাবটিকে ১০ নম্বরের সমার্থক হয়ে উঠেন তিনি।
মেসি ৩০ নম্বর বেছে নেওয়ায় লিগ ওয়ানের একটি নিয়ম শিথিল করতে হচ্ছে। ফরাসি লিগে সাধারণত গোলকিপারদের জন্য ৩০ নম্বর জার্সি সংরক্ষিত থাকে। কিন্তু মেসির কারণে এবারের মতো এই নিয়মটি শিথিল করা হচ্ছে।