করোনায় বয়স বেড়ে গেছে ধোনির!

প্রথম দেখায় গণ্ডগোল পাকতে পারে মনে। মনে হতে পারে মহেন্দ্র সিং ধোনি, আবার মনে হতে পারে অন্য কেউ। মাঠের ধোনির সঙ্গে এই ধোনির মিল নেই বললেই চলে। এই কয় মাসেই যেন ধোনির বয়স বেড়ে গেছে কয়েক বছর। চেহারায় এমন ছাপ পড়েছে যে, ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ককে রীতিমতো বুড়ো দেখাচ্ছে।
করোনাভাইরাসের কারণে গোটা দুনিয়াই এখন লকডাউন। ঘরবন্দি অবস্থায় সময় কাটছে ক্রিকেটারদের। এ সময়ে তাদের দেখার একটাই উপায়, সামাজিক যোগাযোগমাধ্যম। অনেক তারকাই ফেসবুক আর ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দিচ্ছেন।
বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ফেসবুকে নিয়মিত লাইভ করছেন। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত। ব্যতিক্রম কেবল মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে যেন নিজেকে ইচ্ছা করেই লুকিয়ে রেখেছেন। দীর্ঘদিন হয়ে গেছে, কোনো যোগাযোগমাধ্যমেই ছবি পোস্ট করেননি তিনি।
অবশেষে ধোনির দেখা মিলল তার স্ত্রী স্বাক্ষীর কল্যাণে। স্বাক্ষী একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে মেয়ে জিভার সঙ্গে নিজের লনে খেলতে দেখা যায় ধোনিকে। পুরো ভিডিওতে মাত্র একবার ধোনির দিকে ক্যামেরা ধরা হয়েছে।
এতে ধরা পড়েছে ধোনির মুখভর্তি দাড়ি আর গোঁফের ব্যাপারটি। গোঁফ কালো দেখালেও ধোনির বড় বড় দাড়ির রং পুরোপুরি ধূসর। এমন ধোনিকে দেখে তার ভক্তরা রীতিমতো অবাক। অনেকেই ভিডিওটি পোস্ট করে প্রশ্ন রেখেছেন, তবে কি ধোনি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? অনেকেই লিখেছেন, 'ধোনিকে অনেক বুড়ো দেখাচ্ছে।'
সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ভারতের হয়ে ওয়ানডে খেলেছেন ধোনি। ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনাল খেলার পর আর মাঠে নামা হয়নি তার। টি-টোয়েন্টিতে আরও আগে ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি খেলেন ধোনি।