এমবাপ্পে পিএসজিতেই থাকবেন, আশাবাদী স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো
প্যারিস সেন্ট জার্মেইয়ের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, ক্লাবের কেউই আশা করেন না মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে চলে যাবেন। ফরাসি স্ট্রাইকার এরই মধ্যে চুক্তি নবায়ন করবেন বলেও আশাবাদী তিনি।
২০২২ সালের জুন মাসে পিএসজির হয়ে চুক্তি শেষ হতে চলা এমবাপ্পে আসছে জানুয়ারিতেই অন্য যেকোনো ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তি স্বাক্ষর করতে পারবেন।
সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে এই বিশ্বকাপজয়ীর জন্য ১৩.৭ কোটি পাউন্ডের প্রস্তাব পাঠিয়েছিল রিয়াল মাদ্রিদ, যা নাকচ করে দিয়েছে পিএসজি।
ফরাসি টিভি ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে লিওনার্দো বলেন, "আমার মনে হয় না এখানকার কেউই তাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করে। মৌসুম শেষে এমবাপ্পের চলে যাওয়ারও সম্ভাবনা দেখি না আমি। পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্ক অনেক গভীর।"
রিয়াল এমবাপ্পের জন্য কোনো দ্বিতীয় প্রস্তাব পাঠায়নি বলেও নিশ্চিত করেছেন লিওনার্দো। তিনি জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবটির ব্যবহারে পিএসজি 'অখুশি'।
লিওনার্দো বলেন, "তারা যে প্রস্তাব পাঠিয়েছে, সে ব্যাপারে ভালোই সচেতন ছিলাম আমরা। কিন্তু সেটা আমাদের জন্য যথেষ্ট ছিল না। সে যে (ক্লাবে) থেকে গেছে, এটাই একমাত্র পরিণতি হওয়ার কথা ছিল। আমরা কখনোই কিলিয়ানকে বাদ দিয়ে এতকিছু করার চিন্তা করিনি।"
মোনাকো থেকে ২০১৭ সালে ১৬.৬ কোটি পাউন্ডের বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। এরপর ফরাসি ক্লাবটিকে নিয়ে তিনবার লিগ শিরোপা এবং তিনবার লিগ কাপ জিতেছেন তিনি।
এই মৌসুমের শুরুটাও দুর্দান্তভাবে করেছেন এই ২২ বছর বয়সী ফুটবলার। লিগের প্রথম পাঁচ ম্যাচেই করেছেন চার গোল। বর্তমানে লিওনেল মেসি ও নেইমারকে সঙ্গে নিয়ে প্যারিসকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পরিকল্পনাতে ব্যস্ত এই ফরাসি বিশ্বকাপজয়ী।
- সূত্র: বিবিসি
