এমবাপ্পের দলবদল নিয়ে পরিবারে মহাযুদ্ধ!
২২ বছর বয়সী ফরাসি ফুটবল সেনসেশন কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে কম জল ঘোলা হয়নি! প্যারিস সেইন্ট-জার্মেই ফরওয়ার্ডকে দলে ভেড়াতে রীতিমতো দড়ি টানাটানির মতোই ব্যাপার ক্লাবগুলোর মধ্যে। এমনকি একই দৃশ্য দেখা যাচ্ছে খোদ এমবাপ্পের পরিবারেও!
একদিকে এমবাপ্পের রিয়াল মাদ্রিদের হয়ে খেলার ইচ্ছা, অন্যদিকে ফরাসি ক্লাবটিও তাকে ছাড়তে নারাজ। সেই সাথে যুক্ত হয়েছে এমবাপ্পের পরিবারের 'নানা মুনির নানা মত'।
লস ব্লাংকোসদের হয়ে খেলার স্বপ্ন দেখেন এমবাপ্পে, এ কথা একাধিকবার শোনা গেছে তার মা ফায়জা লামারির মুখে। কিন্তু কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ, তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। তার ভাষ্যে, আগামী বছরই স্পেনের রাজকীয় ক্লাবটিতে এমবাপ্পের যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
লা প্যারিসিয়ান'কে এমবাপ্পের মা বলেন, "যখন সে (এমবাপ্পে) রিয়াল মাদ্রিদে যেতে চাইল, তার বাবা রাজি হলেন না। আমিও বলেছিলাম প্যারিস ২০২৪ অলিম্পিক পর্যন্ত পিএসজিতেই থাকতে। কিন্তু রিয়ালে যেতে চাওয়ার পেছনে তার যথেষ্ট যুক্তি ছিল, তাই আমরা তাকে সমর্থন করেছি।"
"চার বছর আগে যখন সে পিএসজিকে বেছে নিয়েছিল, তখনো আমি খুব ভয়ে ছিলাম। আমি চাইনি সে যাক। কিন্তু সে জোর করেছিল, তাই তার চাওয়াতে আমরা বাধা দেইনি," বলেন তার মা।
চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিতে না পেরে হয়তো হতাশার কারণ রয়েছে ফরাসি তারকার। কিন্তু নতুন মৌসুমে নেইমারের পাশাপাশি, লিওনেল মেসির মতো খেলোয়াড়কে পাশে পেয়ে, সেই হতাশা কিছুটা হলেও দূর হওয়ার কথা এমবাপ্পের! অন্তত তার মায়ের বক্তব্য তেমন বার্তাই দেয়।
লামারি বলেন, "যখন পিএসজি জানাল, সে এখানেই থাকছে; তখন এমবাপ্পে আমায় বললো, 'মা, তুমি কি দেখেছো এখানে আমি কাদের সঙ্গে খেলবো? শিরোপা জিততে চাইলে এই টিমের সঙ্গে থাকাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।"
ফরাসি তারকার মায়ের বক্তব্য থেকে ধরে নেওয়া যায়, পিএসজিতে তিনি ভালোই আছেন এবং নতুন মৌসুম নিয়ে বেশ আগ্রহী।
"চার বছর আগে রিয়াল পিএসজির চাইতে দুর্দান্ত দল ছিল, তবুও আমরা পিএসজিকে বেছে নিয়েছি। এবার সে রিয়ালে যেতে চাইছে, কারণ কিলিয়ান একটা নতুন যুগের অংশ হতে চায়। আগামী চার বছরে যদি ৩/৪ জন নতুন প্রতিভা যুক্ত করতে পারে রিয়াল, তাহলে তারা অন্য মাত্রায় পৌছে যাবে", বলেন এমবাপ্পের মা।
অলিম্পিক গেমসকেও বেশ গুরুত্ব দিচ্ছেন লামারি। এদিকে ২০২৪ সাল পর্যন্ত পিএসজিতে থাকলে, একটা বড় অঙ্কের বোনাস পাওয়ার সুবিধাও আছে এমবাপ্পের।
এমবাপ্পের বাবা উইলফ্রিড এমবাপ্পে ও মা লামারি আলাদা বসবাস করলেও, ছেলের ভবিষ্যতের প্রশ্নে তারা একসাথেই সিদ্ধান্ত নিতে চান।
ছেলের ইচ্ছাকে বরাবরই প্রাধান্য দিয়েছেন এমবাপ্পের মা-বাবা। তবে এখনই যে তাদের প্যারিস ছাড়ার তাড়া নেই, এটুকু নিশ্চিত।
- সূত্র: মার্কা
