অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি জাহাজকে ভাসমান রেস্তোরাঁয় রূপান্তরের বিরুদ্ধে বিক্ষোভ

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের টেনেটি পার্কের কাছে বাংলাদেশি জাহাজ এমভি মা'কে ভাসমান রেস্তোরাঁয় রূপান্তরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তেলেগু দেশম পার্টির (টিডিপি) তরুণ সংগঠন তেলেগু যুবাথার সদস্যরা।
দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, সমুদ্র সৈকতের কাছাকাছি বিভিন্ন সামুদ্রিক প্রাণীসহ পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে জাহাজটি- এই অভিযোগে তারা শনিবার বিক্ষোভে নামে।
ওই স্থান থেকে অবিলম্বে জাহাজটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
টিডিপি নেতা এল কৃষ্ণ বলছেন, ২০২০ সালের অক্টোবরে ভেসে এসেছিল জাহাজটি, উদ্ধার করার খরচ বহন করতে না পেরে মালিকরা জাহাজটি সেখানেই ফেলে যান।
পর্যটন দপ্তরের কর্মকর্তাদের দাবি, জাহাজটি একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করে কোনো ধরনের পরিবেশ দূষণ পরীক্ষা না করেই রেস্তোরাঁ বানানো হচ্ছে।
কর্মকর্তারা জানান, জাহাজ থেকে নির্গত বিষাক্ত পদার্থ আশেপাশের পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
এই চুক্তিতে কোনও স্পষ্টতা নেই, রাতারাতি চুক্তি চূড়ান্ত হয়েছে এমন অভিযোগও উঠেছে।