নিজের দেশে পারফর্ম করতে পেরে আমি গর্বিত: সৌদি ডিজে কসমিক্যাট

সৌদি আরবের রিয়াদে সম্প্রতি আয়োজিত হয় মিউজিক ফেস্টিভ্যাল সাউন্ডস্টর্ম। চলতি বছরের আয়োজনে আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী এবং আরব পপ তারকাদের পাশাপাশি রয়েছেন সৌদি ডিজে এবং প্রযোজক নউফ সুফিয়ানি। স্টেজ নাম কসমিক্যাট নামে সুপরিচিত তিনি।
তিনি আরব নিউজকে বলেন, "স্থানীয় প্রতিভা হিসেবে আমরা এখন একটি বিশাল সুযোগ পেয়েছি এবং আরও অনেক শিল্পীই তাদের প্রতিভা প্রকাশের সুযোগ এবং প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন।"
"এতদিন ধরে সৌদিতে একটি সমৃদ্ধ আন্ডারগ্রাউন্ড মিউজিক কমিউনিটি ছিল। কিন্তু আজ আমরা সৌদিতে আমাদের স্বপ্ন অনুসরণ করতে সক্ষম। এমনকি শিল্প ইভেন্টগুলোর মাধ্যমে আমাদের প্রতিভা সমৃদ্ধ করতে এবং আঞ্চলিক পেশাদারদের সাথে সংযোগ স্থাপন করতে পারি," তিনি বলেন।
সুফিয়ানির জন্ম ও বেড়ে ওঠা জেদ্দায়। তিনি মূলত ইলেকট্রনিক মিউজিক, বিশেষ করে ডিপ হাউস এবং টেকনো ধাঁচের সঙ্গীত তৈরি করে থাকেন। পপ, ডিস্কো, রিদম অ্যান্ড ব্লুজ এবং হিপ-হপ শুনে বড় হয়েছেন তিনি।
"আমি আমার প্রথম গিয়ার সেট কিনেছি অনলাইনে। নিজের বেডরুমেই প্র্যাকটিস করতাম আমি," বলেন সুফিয়ানি।
"তখন থেকেই আমার স্বপ্নকে একটি আলাদা স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই আমি। মানুষ ধীরে ধীরে আমাকে চিনতে শুরু করে। আমি সৌভাগ্যবান ছিলাম যে আমি সংগীত তৈরি করতে পেরেছিলাম এবং আমার ইচ্ছাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে সক্ষম হয়েছিলাম," যোগ করেন তিনি।
তার স্টেজ নাম কসমিক্যাট এসেছে বিড়ালের প্রতি সুফিয়ানির ভালোবাসা থেকে। তিনি জানান, "কসমোলজিতে আমার গভীর আগ্রহ থাকায় কসমিক্যাট নামটি বেছে নেই আমি।"
তবে, একজন ডিজে হিসেবে আত্মপ্রকাশ তার জন্য সহজ ছিল না।
"সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, একটি পুরুষ-শাসিত শিল্পে নিজের জায়গা নির্ধারণ করা। এটি কেবল এখানেই নয়, বরং বিশ্বব্যাপী চলে আসছে," বলেন তিনি।
সঙ্গীত নিয়ে তার কর্মজীবন শুরুর সময় সুফিয়ানি পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন। তবে, একজন সৌদি নারী হিসেবে তার এই পথচলা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। "আমি কখনই এসবে প্রভাবিত হইনি। দেখুন আজ আমরা কতদূর এসেছি," বলেন তিনি।

২০১৯ সালে সাউন্ডস্টর্মের প্রথম আয়োজনেও অংশ নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকে ক্যারিয়ারের একটি 'বিশেষ মুহূর্ত' হিসেবে গণ্য করেন তিনি। "আমি খুব গর্বিত যে আমি আমার দেশে বিশ্বের অন্যতম বৃহত্তম সঙ্গীত উৎসবে পারফর্ম করতে পেরেছি," বলেন সুফিয়ানি।