সৌদিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা কয়েছে সৌদি আরব। বাদশাহ সালমান দেশব্যাপী চলমান লকডাউনের মেয়াদ বাড়াতেই এই নির্দেশ জারি করেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত চার দিনে দেশটিতে ৩০০ ব্যক্তির দেহে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতেই বাদশা এই ঘোষণা দিয়েছেন।
গত সপ্তাহে রাজধানী রিয়াদসহ বড় শহরগুলোতে ২৪ ঘণ্টাব্যাপী কারফিউ জারি করা হয়। সিংহভাগ মানুষকে ঘরে রেখে ভাইরাস বিস্তার রোধ করাটাই এর প্রধান উদ্দেশ্য।
ইতোপূর্বে গত ২৩ মার্চ থেকে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন।
আরব দেশটির মোট ৩ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত চার হাজার ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৫২ জন।