তারা লাঠিপেটা করতে চেয়েছিল, মায়েদের আশীর্বাদে রক্ষা: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধী দলের কিছু নেতা তাকে লাঠিপেটা করার কথা বলেছেন। কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তের মায়েদের আশীর্বাদে তিনি এ থেকে রক্ষা পেয়েছেন।
শুক্রবার ভারতের আসাম রাজ্যের কোঁকড়াঝাড়ের বোরো টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্টে (বিটিএডি) এক জনসভায় মোদি এ মন্তব্য করেন।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের পর প্রথমবারের মতো আসামে যান মোদি।
বোরো অধ্যুষিত অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিজেপি নেতৃত্বাধীন সরকার বোরো চুক্তি স্বাক্ষরের কয়েক দিন পর তিনি অঞ্চলটিতে গেলেন।
ভারতের পার্লামেন্টে সিএএ পাসের পরই বিক্ষোভে ফেটে পড়েছিল আসাম। এমন বাস্তবতায় ইতোপূর্বে রাজ্যে দু'টি সফর বাতিল করেন মোদি, যার একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে।
আসাম সফরে মোদি সিএএ নিয়ে জনমনে উদ্বেগের বিষয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
কোঁকড়াঝাড়ের জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে মোদি বলেন, "আমার রাজনৈতিক ও কর্মজীবনে অনেক সমাবেশ দেখেছি। কিন্তু এত বড় জমায়েত কখনো দেখিনি। এটি নিশ্চিতভাবেই স্বাধীনতা উত্তর ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশগুলোর একটি।"
বিরোধী কয়েকজন নেতার দিকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, "মাঝে মাঝে কিছু নেতা আমাকে লাঠিপেটা করার কথা বলেন। কিন্তু ভারতের সব মায়েদের আশীর্বাদ আমাকে রক্ষা করে। আমি আপনাদের সবার প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ নিবেদন করি। আমি এখানে এসেছি আসামের সব জনগণের ওপর নতুন বিশ্বাস স্থাপন করতে।"