জীবনযাত্রার ব্যয় বাড়ায় ব্যাংক অব ইংল্যান্ড প্রধানের দুঃখপ্রকাশ

মূল্যস্ফীতির চাপে যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। একটি পূর্বাভাসে এ ব্যয় ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আভাসও দেওয়া হয়েছে। এনিয়ে তিনি 'অত্যন্ত দুঃখিত' বলে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা- ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান।
বিবিসির কাছে গভর্নর অ্যান্ড্রু বেইলি স্বীকার করেন যে, ইতোমধ্যেই ব্রিটিশ পরিবারগুলো দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির চাপ মোকাবিলা করছে।
তিনি বলেন "এমন পরিস্থিতির জন্য আমি অত্যন্ত দুঃখিত। এমন হোক আমরা কেউই তা চাইনি।"
এর আগে গত বৃহস্পতিবার সুদহার অপরিবর্তিত রেখে আর্থিক বাজার বিশ্লেষকদের অবাক করে দেয় বিশ্বের অন্যতম প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকটি। ব্যাপক মূল্যস্ফীতির কারণে সকলেই সুদহার পরিবর্তনেরই অনুমান করেছিলেন।
তবে মূল্যস্ফীতি আরও বাড়ার সম্ভাবনা থাকায়, আগামী মাসগুলোতে সুদহার বাড়ানোর ইঙ্গিতও দেয় ব্যাংক অব ইংল্যান্ড। বর্তমানে শূন্য দশমিক ১ শতাংশের ঐতিহাসিক নিম্ন অবস্থানে রয়েছে সুদহার।
যুক্তরাজ্যে বর্তমানে মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার ২ শতাংশের চেয়েও বেশি বা ৩ দশমিক ১ শতাংশ অবস্থানে। আগামী বছরের এপ্রিল নাগাদ তা ৫ শতাংশে পৌঁছানোর অনুমান করা হচ্ছে।
- সূত্র: বিবিসি