করোনা সচেতনতা প্রচারে নাগরিকদের পাঞ্জাবি, গুজরাতি ও উর্দুতে বরিস জনসনের চিঠি

করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে দেশের মানুষকে সচেতন করতে ৯০ লাখ পরিবারে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইংরেজির পাশাপাশি চিঠিগুলো লেখা হল পাঞ্জাবি, গুজরাতি ও উর্দু ভাষায়ও।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
চিঠিতে ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে জনসন জানিয়েছেন, 'আমরা জানি, সবচেয়ে খারাপ পরিস্থিতির পরেই ভালোটা আসে।'
প্রধানমন্ত্রীর চিঠির সঙ্গে পাঠানো হয়েছে লিফলেট, যাতে রয়েছে কোভিড-১৯ উপসর্গ সম্পর্কে যাবতীয় বিবরণ, বাড়িতে লকডাউন থাকার নিয়মাবলী, হাত ধোওয়ার নিয়ম, উপসর্গ দেখা দিলে বাড়িতে সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম এবং শারীরিক দুর্বল মানুষকে স্বাস্থ্য নিরাপত্তা দেওয়ার খুঁটিনাটি।
ব্রিটেনে ১৫ লাখের বেশি ভারতীয় বাস করেন। ২০১১ সালের দেশটির জনশুমারির তথ্য অনুযায়ী, দুই লাখ ৭৩ হাজার বাসিন্দা পাঞ্জাবিকে তাদের প্রথম ভাষা হিসেবে তাদের চিহ্নিত করেছেন। দুই লাখ ৬৯ হাজার জন উর্দুকে এবং দুই লাখ ১৩ হাজার জন গুজরাতিকে প্রথম ভাষা বলে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী বরিস তার চিঠিতে লিখেছেন, 'এই সময় আপনার বাড়ির বাইরে বসবাসকারী আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করবেন না। খুব সীমিত দরকার ছাড়া বাড়ি ছেড়ে বের হবেন না। খাবার ও ওষুধ কিনতে, দিনে একবার ব্যায়াম করতে বা চিকিৎসককে দেখানোর মতো প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। পারলে বাড়িতে থেকেই অফিসের কাজ করুন।'
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও তিনি সাবধান করেছেন। জনসন জানিয়েছেন, নিষেধাজ্ঞা ভাঙলে, জমায়েত করলে আইন শৃঙ্খলা বাহিনী জরিমানা করবে।
আপাতত ৩ সপ্তাহ লকডাউন ঘোষণা করলেও পরে তা বাড়াতে পারে ব্রিটিশ প্রশাসন, মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবায় বর্তমানে প্রথম সারিতে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরাই।