অবশেষে প্রকাশ্যে জ্যাক মা

গেল বছরের অক্টোবরের শেষদিকে চীনা ধনকুবের জ্যাক মা বেইজিংয়ে এক বাণিজ্যিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় নিয়ামক সংস্থার আর্থিকখাত নিয়ন্ত্রণ ব্যবস্থা সংস্কারের দাবি জানান। তারপর কয়েক মাস তাকে আর জনসম্মুখে দেখা যায় নি। এমনকি নিজের উদ্ভাবিত ট্যালেন্ট শো 'আফ্রিকা'স বিজনেস হিরোজ'তেও ছিল না তার উপস্থিতি।
তিনি স্বেচ্ছায় জনসম্মুখে আসা বন্ধ করে দেন নাকি তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে- এ নিয়ে চলছিল জল্পনা -কল্পনা। অবশেষে প্রকাশ্যে এলেন আলীবাবা এবং অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা।
একজন মুখপাত্র স্থানীয় একটি ব্লগে জ্যাক মার উপস্থিতি নিশ্চিত করেছেন। সে অনলাইন আয়োজনের ভিডিওতে জ্যাক মা, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের নিয়ে কথা বলেছেন।
এটি এই বিলিয়নিয়ারের নিজের ফাউন্ডেশন কর্তৃক গৃহীত একটি উদ্যোগই যা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের আর্থিক সহায়তা দিয়ে তাদের অর্জন উদযাপন করে থাকে।
চীনা কর্তৃপক্ষ যখন মা'র প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা ও অ্যান্ট গ্রুপের বিরুদ্ধে তদন্তে নেমেছে ঠিক তখনই জ্যাক মা'র এই 'পুনরুত্থানের' খবর আসল।
অক্টোবরে অর্থ নিয়ন্ত্রকদের ব্যাপারে সমালোচনামূলক মন্তব্যের মাশুল গুণতে হয় মা'কে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কুনজরে পড়েন তিনি। এমনকি অ্যান্ট গ্রুপ পরিকল্পিত তিন হাজার সাতশ' কোটি ডলারের 'ইনিশিয়াল পাবলিক অফারিং'ও (আইপিও) আটকে দিয়েছিল চীন।
তবে জ্যাক মার ফিরে আসার প্রভাব পড়তে শুরু করেছে প্রতিষ্ঠানটির শেয়ার দরে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, হংকংয়ের শেয়ার বাজারে আলিবাবার শেয়ার দর আট শতাংশ বেড়েছে।
এককালে চীনের সবচেয়ে সফল এই উদ্যোক্তা ছিলেন রাজনীতিবিদদের প্রিয়ভাজন। কিন্তু, সাম্প্রতিক সময়ে তিনি সেই সুনজর হারিয়েছেন বলে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশেষ করে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিয়ে সমালোচনা করার পর থেকেই একের পর এক আক্রমণের মুখে পড়েছে আলীবাবা এবং মা'র আরেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ।