ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে নগদ অর্থের ব্যবস্থাপনায় সহায়তা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) সিআরআর কমিয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে, ব্যাংকগুলোকে এখন থেকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে, যা আগে ছিল সাড়ে ৩ শতাংশ। তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা আগের মত ৪ শতাংশই থাকবে।
একটি ব্যাংকে যে পরিমাণ আমানত জমা থাকে, সেটির ন্যূনতম একটা নগদ অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয় ক্যাশ রিজার্ভ বা সিআরআর।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে দেশের সকল তফসিলি ব্যাংকে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখতে হয়। এতদিন আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। তবে কাল থেকে দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখলেই হবে। এর ফলে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল বাড়বে।
এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ ব্যাংক দ্বি-সাপ্তাহিক সিআরআর ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ, এবং দৈনিক সিআরআর সাড়ে ৪ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩ শতাংশ করে।
আজ তা আরও কমানো হলো। এবিষয়ে একাধিক ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা টিবিএসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হবে। বিশেষত দুর্বল ব্যাংকগুলোর ওপর চাপ কমবে, যারা দৈনিক সিআরআর মেনে চলতে হিমশিম খাচ্ছে।