ইউসিবি সদর দপ্তর দখলের চেষ্টা দুর্বৃত্তদের, সেনাবাহিনীর হস্তক্ষেপে পিছু হটে

আজ (৮ আগস্ট) কিছু দুর্বৃত্তরা গুলশান অ্যাভিনিউয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সদর দপ্তর দখল করার চেষ্টা করেছে।
এক ব্যাংক কর্মকর্তার জানান, প্রায় ৫০-৬০ জন লোক সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ইউসিবি সদর দপ্তরের ভবনে প্রবেশ করে সেখানে এবং নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। সেনাবাহিনী ব্যাংকের অনুরোধে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা পিছু হটে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংক কর্মকর্তা বলেন, "ব্যাংকের কারো সাথে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাংকের ভবন যে জায়গাটিতে রয়েছে সেটি বিতর্কিত। এখানে ৩,০০০ জন কর্মী কাজ করছেন এবং তারা আমাদের থেকে ভবনটি নিতে এসেছেন।"