এমপিদের গাড়িতে ৪০% কর আরোপের প্রস্তাব অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত যানবাহন আমদানি সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছেন।
তিনি ২০২৪-২৫ অর্থবছরে সংসদ সদস্যদের মোটর গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন। ফলে গাড়ি আমদানিতে তাদের ৪০ শতাংশ শুল্ক কর দিতে হবে।
তিনি তার বাজেট বক্তৃতায় বলেন, "আমরা সবাইকে কর দিতে এবং কর ফাঁকি দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করছি।"
তিনি আরো বলেন, "জনপ্রতিনিধিরা যদি এই সুযোগ নেয়া বন্ধ করে এবং সবাইকে কর ফাঁকি দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে তাহলে সেটি একটি বড় উদাহরণ হবে।"
সংসদ সদস্য (বেতন ও ভাতা) আদেশ, ১৯৭৩ এ প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।