Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
January 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JANUARY 05, 2026
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে প্রধান শিল্পগুলির উৎপাদন ২৫-৫০ শতাংশ পর্যন্ত কমেছে

অর্থনীতি

শওকত আলী & আহসান হাবীব তুহিন
20 September, 2022, 09:05 pm
Last modified: 20 September, 2022, 09:14 pm

Related News

  • রিভাইভালকে নিয়ে পরিকল্পনা বাতিল, বেক্সিমকোর কারখানা ইজারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে
  • ইভি, সৌরবিদ্যুতের পর ভবিষ্যতে যেসব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করবে চীন
  • গোলাম কাসেমের পুনর্জন্ম
  • বিদ্যুৎ উৎপাদকদের বিল বকেয়া বিপিডিবির কাছে, তবু সরবরাহে ঘাটতির জন্য জরিমানা
  • বেক্সিমকোর পর নাসা গ্রুপকেও সহায়তার সিদ্ধান্ত সরকারের, কারখানা সচল রাখতে উদ্যোগ

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে প্রধান শিল্পগুলির উৎপাদন ২৫-৫০ শতাংশ পর্যন্ত কমেছে

এই সংকটে বিশ্ববাজারে দেশজ শিল্পগুলির প্রতিযোগিতা করার সক্ষমতা হুমকির মুখে। শিল্প সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, তারা বিদেশি ক্রেতাদের কার্যাদেশ হারাবেন। উৎপাদন সক্ষমতা অনুসারে, প্রস্তুতকারক খাতে গ্যাস ও বিদ্যুৎ বরাদ্দ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। 
শওকত আলী & আহসান হাবীব তুহিন
20 September, 2022, 09:05 pm
Last modified: 20 September, 2022, 09:14 pm

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি ও কাঁচামালের চড়া দাম, এবং তার ধারাবাহিকতায় ডলার সংকটের ঘটনায় দেশের বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হয়েছে, এতে করে প্রচণ্ড চাপের মুখে পড়েছে প্রধান প্রধান ভারী শিল্পগুলি।   

বৈশ্বিক এ সংকট মোকাবিলায় নিয়মিত লোডশেডিং করে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি আমদানি খরচ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। এতে করে সার, সিমেন্ট, সিরামিক, টেক্সটাইল এবং ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারকদের উৎপাদন কমেছে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। নিত্য লোডশেডিংয়ের ফলে তাদের উৎপাদন খরচও বেড়েছে ৫০-৬০ শতাংশ পর্যন্ত।   

বিদ্যুতের এই সংকটে বিশ্ববাজারে দেশজ শিল্পগুলির প্রতিযোগিতা করার সক্ষমতা হুমকির মুখে। এই অবস্থায় শিল্প সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, তারা বিদেশি ক্রেতাদের কার্যাদেশ হারাবেন। উৎপাদন সক্ষমতা অনুসারে, প্রস্তুতকারক খাতে গ্যাস ও বিদ্যুৎ বরাদ্দ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। 

শিল্প মালিক এবং পরিচালন কর্মকর্তারা জানান, রাশিয়া- ইউক্রেন যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়েছে, প্রস্তুতকারক খাতই যার বড় আমদানিকারক। একইসঙ্গে, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় সেই কাঁচামাল ব্যবহারে 'সিস্টেম লস' (অপচয়) বেড়েছে, যা উৎপাদনকে আরও ব্যয়বহুল করে তুলেছে।

দেশে সিরামিক খাতের শীর্ষ কোম্পানি আরএকে সিরামিকস- এর কারখানায় দৈনিক ৯ লাখ বর্গমিটার টাইলস উৎপাদন হয়। কিন্তু, গ্যাস ও বিদ্যুতের সঙ্কটের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন ৪.৫ লাখ বর্গমিটারে নেমেছে। তবে উৎপাদন কমলেও প্রতিষ্ঠানটির এখাতে ব্যয় বেড়েছে ৫০ শতাংশের বেশি।

আরএকে সিরামিকসের প্রধান পরিচালন ও আর্থিক কর্মকর্তা সাধন কুমার দে টিবিএসকে বলেন, 'আমাদের কারখানায় দিনে ১২ ঘন্টাই গ্যাস থাকে না। তার সাথে লোডশেডিং চলছে। এতে প্রোডাকশন ৪০ শতাংশ কমলেও, খরচ ঠিকই শতভাগের জন্য হচ্ছে। অর্থাৎ বাকি ৬০ শতাংশ উৎপাদনে একই খরচ হচ্ছে'। উৎপাদন খরচ বাড়লেও মূল্যস্ফীতির বাজারে পাইকারি পর্যায়ে দাম সমন্বয় করা যায়নি, এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।

তিনি আরো বলেন, 'আমাদের প্রতিষ্ঠানের কোনো ব্যাংক ঋণ না থাকায় আমরা টিকে থাকতে পারছি। কিন্তু যাদের বড় ঋণ রয়েছে তারা বিপদে আছে'। 

বাংলাদেশের ইস্পাত প্রস্তুতকারকদের সমিতি– বিএসএমএ- এর মহাসচিব মো. শহিদুল্লাহ বলেন, ইস্পাত কারখানায় ২ ঘন্টা বিদ্যুৎ না থাকার প্রভাব ৬ ঘন্টার সমান হয়। কারণ, মেশিন পুনরায় চালু হতেও ৬ ঘন্টা সময় নেয়। 'এই কারণে কারখানার মেশিনগুলো ২৪ ঘন্টাই সচল রাখতে হয়'।

তিনি জানান, সরকারের কৃচ্ছতা অবলম্বনের অংশ হিসেবে দৈনিক লোডশেডিং শুরু করার পর থেকে ইস্পাত খাতের কোম্পানিগুলোর উৎপাদন ২৫ শতাংশ কমেছে। এই ব্যাঘাতের ফলে উৎপাদন খরচও অনেক বেড়েছে।   

শহীদুল্লাহ মেট্রোসিম ইস্পাত ও মেট্রোসিম সিমেন্টেরও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সহ-সভাপতি। তিনি বলেন, সিমেন্ট ফ্যাক্টরিতেও একইভাবে উৎপাদন কমেছে। কারণ,  গ্যাসের চাপ কম থাকায় ক্যাপটিভ পাওয়ার-ও ব্যবহার করা যাচ্ছে না।

তিনি বলেন, বাজারে তীব্র প্রতিযোগিতা থাকায় এই বর্ধিত খরচ বিক্রির সময় সমন্বয় করা যাচ্ছে না। তবে সরকার অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রড এবং সিমেন্টের মূল্য নির্ধারণ করে দেয়ার পদক্ষেপ নিয়েছে। সেখানে আমরা আমাদের সমস্যা এবং চাওয়া জানিয়েছি'। চলমান সংকটের সময়ে শিল্প প্রতিষ্ঠানগুলি যেন টিকে থাকতে পারে সেজন্য তাদের ক্ষেত্রে ভ্যাট, কর ও অগ্রিম আয়কর কিছুটা সহনীয় করা উচিত বলে মনে করেন তিনি।  

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে চড়া দাম এবং ডলার সঙ্কটের কারণে সরকার এখন খোলাবাজার থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি বন্ধ রেখেছে। এতে গ্যাসের সরবরাহ ৭ থেকে ৮ শতাংশ কমেছে। আর জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমানোয়, সারাদেশে লোডশেডিং বেড়েছে। 

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে গ্যাসের দৈনিক সরবরাহ রয়েছে ২,৭৯৭ এমএমসিএফ, যা সংকটের আগে গত জুনে ছিল ৩,১০০ এমএমসিএফ। মোট সরবরাহের মধ্যে শিল্প খাতে গ্যাস ব্যবহার হয় ১৫.৭৬ শতাংশ বা ৪৪০.৮০ এমএমসিএফ। সার উৎপাদনে ব্যবহার হয় ৫.৫০ শতাংশ বা ১৫৩ এমএমসিএফ। আর ৪২.৯৯ শতাংশ গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। 

অন্যদিকে শিল্প খাতে প্রতিদিন বিদ্যুৎ ব্যবহার হয় মোট সরবরাহের ২৮ শতাংশ। বর্তমানে বিদ্যুতের উৎপাদন প্রতিদিন ৯,৬০০– ১১,৭০০ মেগাওয়াট। যা সংকটের আগে ছিল ১১,১০৫– ১২,৯৫১ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা জানান, দেশের মোট রপ্তানির ৫৬ শতাংশই প্রস্তুতকারক খাত থেকে হচ্ছে। আর এই খাতের উপর ভর করেই সরকার প্রবৃদ্ধি প্রাক্কলন করছে। কিন্তু, চলমান সঙ্কটের ফলে বিদেশি ক্রেতাদের সময় মতো পণ্য ডেলিভারি না দিতে পারলে– অর্ডার অন্য দেশে চলে যাবে। আর অর্ডার একবার চলে গেলে সেটা ফেরত আনা অনেক কঠিন কাজ। তাই সরকারের উচিত উৎপাদন ক্ষমতা বিচার করে এ খাতে গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা। 

ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) প্রযুক্তি ব্যবহার করে সিমেন্ট উৎপাদন করছে দেশের বসুন্ধরা, মেঘনা, প্রিমিয়ার, আবুল খায়ের এবং ক্রাউন সিমেন্ট এর মত বড় বড় শিল্পগ্রুপগুলো। এই প্রযুক্তি ব্যবহার করে কম খরচে সিমেন্ট উৎপাদন করা গেলেও এখানে জ্বালানি হিসেবে বিদ্যুৎ ও গ্যাস দুটোই প্রয়োজন। আর এটিই এখন সমস্যা হয়ে দাড়িয়েছে। ফলে তাদের উৎপাদন এখন উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইলেকট্রনিক্স পণ্যের স্থানীয় প্রস্তুতকারক শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। বারবার লোডশেডিং এর কারণে প্রতিষ্ঠানটির গাজীপুরে তাদের টিভি ও ফ্রিজ তৈরির কারখানায় উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যবহার করতে পারছে। 

নারায়ণগঞ্চের ফতুল্লা ডাইংয়ে প্রতিদিন তিন শিফটে ৮০০ শ্রমিক কাজ করে। গত দুমাস ধরে গ্যাসের চাপ না থাকায়– এখন এক শিফট চালাতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফতুল্লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামিম এহসান টিবিএসকে বলেন, 'কারখানার প্রোডাকশন ক্যাপাসিটির ৯০ শতাংশের কম ব্যবহার হলে  ব্রেকইভেন কস্ট- (আয় ও খরচের সীমা) এর নিচে চলে আসে। এখন প্রতি মাসেই আমাদের ব্যাংকের দায় বাড়ছে।' 

তিনি আরও বলেন, 'গ্যাসের সরবরাহের অভাবে আমাদের ৪টি ইউরিয়া উৎপাদনকারী কারখানার মধ্যে তিনটি বন্ধ করতে হয়েছে। এরমধ্যে দুটি পরে চালু করা গেলেও, এখনও যমুনা সার কারখানা বন্ধ রয়েছে। কারখানা বন্ধ থাকার কারণে জামালপুরে ইউরিয়ার সরবরাহ নিয়েও সংকট তৈরি হয়েছে'।  
 

Related Topics

টপ নিউজ

লোডশেডিং / জ্বালানি সংকট / শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২
  • ছবি: বিএনপি মিডিয়া সেল
    আলোচনায় তারেক রহমানকে বহনকারী লাল-সবুজে মোড়া বুলেটপ্রুফ বাস
  • রোববার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    সম্পদ হারিয়েও জেলে যাওয়ার ঝুঁকি, ব্যাংকের দ্বৈত আইনি পদক্ষেপে চাপে ঋণগ্রহীতারা
  • ছবি: সংগৃহীত
    গুলশানে চুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫
  • ফাইল ছবি: সংগৃহীত
    ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

Related News

  • রিভাইভালকে নিয়ে পরিকল্পনা বাতিল, বেক্সিমকোর কারখানা ইজারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে
  • ইভি, সৌরবিদ্যুতের পর ভবিষ্যতে যেসব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করবে চীন
  • গোলাম কাসেমের পুনর্জন্ম
  • বিদ্যুৎ উৎপাদকদের বিল বকেয়া বিপিডিবির কাছে, তবু সরবরাহে ঘাটতির জন্য জরিমানা
  • বেক্সিমকোর পর নাসা গ্রুপকেও সহায়তার সিদ্ধান্ত সরকারের, কারখানা সচল রাখতে উদ্যোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

2
ছবি: বিএনপি মিডিয়া সেল
বাংলাদেশ

আলোচনায় তারেক রহমানকে বহনকারী লাল-সবুজে মোড়া বুলেটপ্রুফ বাস

3
রোববার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

4
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

সম্পদ হারিয়েও জেলে যাওয়ার ঝুঁকি, ব্যাংকের দ্বৈত আইনি পদক্ষেপে চাপে ঋণগ্রহীতারা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে চুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net