শেষ হলো ইউএস ট্রেড শো

শেষ হলো তিন দিনের ইউএস ট্রেড শো-২০২০। ২৭ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই শো উদ্বোধন শেষে কারগিল ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইন্সের বুথ পরিদর্শন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স জোয়েন ওয়াগনারসহ অন্য অতিথিরা।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে এই শো'তে বাংলাদেশে সক্রিয় ৪৮টি আমেরিকান প্রতিষ্ঠান ৭৮টি স্টলে তাদের পণ্য ও দেবা প্রদর্শন করেছে।
২৯ ফেব্রুয়ারি রাত ৮টায় শেষ হয়েছে বার্ষিক এই প্রদর্শনীর ২৭তম আয়োজন।