লন্ডনের পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো ‘বাংলা বন্ড’

এই প্রথমবারের মতো লন্ডনের পুঁজিবাজারে জায়গা করে নিল বাংলাদেশি ‘টাকা ডিনমিনেটেড বন্ড’, যার নাম দেয়া হয়েছে ‘বাংলা বন্ড’।
সোমবার (১১ নভেম্বর) লন্ডন স্টক এক্সচেঞ্জ (এলএসই) এর তালিকায় নাম উঠেছে ‘বাংলা বন্ড’ এর। এতে করে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়বে।
বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) বন্ডটি চালু করেছে বলে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন থেকে জানানো হয়।
আইএফসি বলছে, তাদের চালু করা এই বন্ডের মাধ্যমে প্রাথমিকভাবে বাজার থেকে তোলা অর্থের পরিমাণ হবে ১ কোটি মার্কিন ডলার (প্রায় ৮০ কোটি টাকা)।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে এই বন্ডের মেয়াদ হবে ৩ বছর। পরে তা বাড়িয়ে ৫ বছর এবং সর্ব্বোচ্চ ১০ বছর করা হতে পারে। বার্ষিক সুদের পরিমাণ হবে ৬.৩ শতাংশ।
সোমবার লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা বন্ডের তালিকাভুক্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘দ্য রিং, দ্য বেল’ নামের এক অনুষ্ঠান। আইএফসি ও লন্ডন স্টক এক্সচেঞ্জের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইএফসির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নিনা স্টোয়েলকোভিচ, আইএফসির ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারার জন গ্যান্ডোলফ, লন্ডন স্টক এক্সচেঞ্জের সিইও নিখিল রথী এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের গল্প তুলে ধরেন।
এই বন্ডের মাধ্যমে বিদেশ থেকে যে অর্থ পাওয়া যাবে, তা দেশের বেসরকারি খাতকে ‘অনেক দূর এগিয়ে নেবে’ বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “এর মধ্য দিয়ে আমাদের লক্ষ্য অর্জনের পথে এক দীর্ঘ যাত্রার সূচনা হল।”