লকডাউনে ব্যবসায়ীদের পণ্য পরিবহনের সুবিধার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের হেল্পলাইন

আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন, এরমধ্য ব্যবসায়ীরা যেন পণ্য সেবা অব্যাহত রাখতে পারেন সেজন্য হেল্পলাইন চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। লকডাউনের মধ্যে ব্যবসায়ীরা পণ্য পরিবহনে কোনো প্রকার বাধার সম্মুখীন হলে এই হেল্পলাইনে ফোন করে সাহায্য চাইতে পারবেন।
মন্ত্রণালয় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের প্রতি বলা হয়, "আপনারা যদি নিত্য-প্রয়োজনীয় পণ্য উৎপাদন, আমদানি, পরিবহন এবং বাজারজাতকরণের কালে কোনো প্রকার বাধার সম্মুখীন হন তাহলে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন।"
হেল্পলাইনের যোগাযোগ নাম্বারগুলো হলো- ০১৭১২-১৬৮৯১৭, ০১৭৩৮-১৯৫১০৬ এবং ০১৭৫৬-১৭৩৫৬০।
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ১৪-২১ এপ্রিল এক সপ্তাহের কড়া লকডাউন চালুর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবারে লকডাউনের কালে কাউকেই বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না। বন্ধ থাকবে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাস্তায় যানবাহন চলাচলও করতে দেওয়া হবে না।
তবে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ও তাদের সেবা সংশ্লিষ্ট কর্মীরা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।
তবে জরুরী অবস্থার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে চলাচলের অনুমতিপত্র সংগ্রহ করে মানুষজন চলাচল করতে পারবে।