পণ্য পরিবহনে ঢাকা-করাচি যোগাযোগ স্থাপন চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে চায় পাকিস্তান। এজন্য পাকিস্তানীদের ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে বাংলাদেশ সফরের ভিসা সহজ করা এবং পণ্য পরিবহনে ঢাকা-করাচি সরাসরি যোগাযোগ স্থাপনের প্রস্তাব করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পাকিস্তানে বাংলাদেশি পণ্যের সিঙ্গেল কান্ট্রি ফেয়ার করা এবং জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেইসি) নিয়মিত সভা অনুষ্ঠানের ওপরও জোর দেন হাইকমিশনার।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশ থেকে হাইড্রোজেন পার-অক্সাইড রপ্তানির ক্ষেত্রে পাকিস্তান এন্টিডাম্পিং ডিউটি আরোপ করেছে। এ ধরনের পদক্ষেপ বাণিজ্য বিকাশে বাধা।
তিনি বলেন, জেইসি সভায় আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধান করা সম্ভব। দুই দেশের ব্যবসায়িদের পারস্পারিক সফরের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া যেতে পারে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে চা, ফার্মাসিউটিক্যালস পণ্য, তৈরি পোশাক, সিরামিক পণ্য, চামড়াজাত ও পাটজাত পণ্য পাকিস্তানে রপ্তানি হয়। দেশটিতে এসব পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। সম্ভাবনা কাজে লাগাতে হলে ওইসব সমস্যা দূর করতে হবে।
পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের তৈরি সিরামিক পণ্য পাকিস্তানের সরকারি দপ্তরে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। ফার্মাসিউটিক্যালস পণ্য, তৈরি পোশাক, সিরামিক পণ্য, চামড়াজাত ও পাটজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে পাকিস্তানে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ পাকিস্তানে প্রায় ৫১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে দেশটি থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ৫৪৪ মিলিয়ন ডলারের পণ্য।
