স্ত্রীর জন্য ঘূর্ণায়মান বাড়ি বানালেন বসনিয়ান ব্যক্তি

কেমন হতো যদি আপনি আপনার সম্পূর্ণ বাড়িটাকেই ইচ্ছেমতো একেক দিকে ঘুরিয়ে রাখা যেত! এমনই এক নতুন উদ্ভাবনী কাজ করে দেখালেন বসনিয়ার ভোজিন কুসিক। স্ত্রীর জন্য একটি ঘূর্ণায়মান বাড়ি তৈরি করেছেন তিনি।
৭২ বছর বয়সী ভোজিন কুসিক রয়টার্সকে বলেন, "আমি তার [স্ত্রীর] অভিযোগে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাকে বলেছিলাম, আমি তাকে এমন একটি বাড়ি বানিয়ে দেব যাতে সে ইচ্ছেমতো ঘুরতে পারে।"
সারবাক শহরের কাছে উত্তরাঞ্চলীয় বসনিয়ার একটি উর্বর সমভূমিতে অবস্থিত এ বাড়িটি ইতোমধ্যেই অনেকের আকর্ষণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
বাড়িটি ডিজাইনের পাশাপাশি তৈরি করেছেন কুসিক নিজেই। ৭ মিটার অক্ষের চারদিকে ঘুরতে থাকা বাড়ির একদিকে রয়েছে ভুট্টার ক্ষেত ও খামার, একদিকে রয়েছে বন, এবং অন্যদিকে রয়েছে নদী।

কুসিক বলেন, "ঘরটি সবচেয়ে ধীর গতিতে চললে ২৪ ঘণ্টায় একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। কিন্তু, সর্বোচ্চ গতিতে থাকলে এতে সময় লাগে মাত্র ২২ সেকেন্ড।"
তিনি বলেন, ঘুর্ণায়মান এ বাড়িটি স্থির বাড়ির চেয়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে অধিক কার্যকর।
তবে, এ বাড়ি সম্পর্কে তার স্ত্রী কোনো মন্তব্য করতে চাননি।

কুসিক জানান, সার্বিয়ান-আমেরিকান আবিষ্কারক নিকোলা টেসলা এবং মিহাজলো পুপিন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। দরিদ্র পরিবার থেকে উঠে আসা কুসিক আগে থেকেই নিজের জিনিস নিজেই তৈরি করতেন।
"এটি কোনো উদ্ভাবন নয়। এর জন্য প্রয়োজন ইচ্ছা এবং জ্ঞান। আমার যথেষ্ট সময় এবং জ্ঞান দুটোই ছিল," বলেন তিনি।
সম্পূর্ণ প্রকল্পটি শেষ হতে সময় লেগেছে ৬ বছর। এর মাঝে হৃদরোগের সমস্যাজনিত কারণে কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি।
"আমি ডাক্তারদেরকে বলেছিলাম যাতে কমপক্ষে এক বছর আমার জীবন দীর্ঘায়িত করার চেষ্টা করে তারা। এই প্রকল্পটি ছিল কেবলই আমার মাথায়। ফলে, কীভাবে এটি সম্পূর্ণ করতে হবে তা কেউ জানতে পারত না," যোগ করেন কুসিক।
- সূত্র: রয়টার্স