সাগরে পরিত্যক্ত তেলক্ষেত্রকে থিম পার্ক বানাবে সৌদি

সমুদ্রের বুকে পরিত্যক্ত খনিজ তেল উত্তোলন কেন্দ্রে বিনোদন কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। 'দ্য রিগ' নামের এই বিনোদন কেন্দ্রের সবকিছুই হবে খনিজ তেল থিমের ওপর ভিত্তি করে। 'সৌদি ভিশন ২০৩০' এর অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণ করতেই ভিন্নধারার এই পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সৌদি সরকার।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করে তোলায় মনোযোগ দিয়েছে সৌদি আরব। পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে তুলতে দেশটি বিনিয়োগ বাড়িয়েছে।
১৬ লাখ স্কোয়ার ফুট এই পার্কে রোলার কোস্টার রাইড, সাবমেরিন, বাঞ্জি জাম্পিং, স্কাই ডাইভিং ছাড়াও রোমাঞ্চকর বহু রাইডের ব্যবস্থা থাকবে।

রাইড ছাড়াও এখানে তিনটি হোটেল এবং ১১টি রেস্তোরাঁ থাকবে।
সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল (পিআইএফ) এক বিবৃতিতে জানায়, "প্রকল্পটি বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। দ্য রিগের লক্ষ্য হলো আগত অতিথিদের অ্যাডভেঞ্চার ও সামুদ্রিক বিভিন্ন স্পোর্টস ছাড়াও ভিন্ন ধারার সব পরিষেবা প্রদান করা"।

পর্যটকরা হেলিকপ্টারে করে বিনোদন কেন্দ্রে আসতে পারবেন। এছাড়া ৫০ শয্যাবিশিষ্ট সুপার ইয়টের মাধ্যমেও আসার ব্যবস্থা থাকবে।
তবে, কর্তৃপক্ষ বলছে পার্কটি দুর্বল চিত্তের মানুষের জন্য নয়। রোমাঞ্চপ্রিয় মানুষরাই এখানে আনন্দ পাবেন।
পিআইএফের দাবি অনুযায়ী, সমুদ্রের বুকে এটিই হবে বিশ্বের বৃহত্তম বহুমুখী স্থাপনা। তবে, প্রকল্পের কাজ কবে শেষ হবে তা এখনও জানা যায়নি।
- সূত্র: অডিটি সেন্ট্রাল