প্রচণ্ড গরমে শর্টস পরে খবর পড়তে গিয়ে ধরা খেলেন বিবিসির সংবাদ পাঠক

যুক্তরাজ্যে দিনটি ছিল ২০২১ সালের উষ্ণতম, বিবিসি'র সংবাদ পাঠক শন লে' তাই নিম্নাঙ্গে আধখানা শর্টস পড়েই সংবাদ পাঠের সিদ্ধান্ত নেন। উপরে কোট-টাই স্যুট সবই থাকলেও উপস্থাপনা ডেস্কের নিচে ঢাকা পড়ছিল নিচের দিকটা।
কিন্তু, বাঁধ সাধলো ক্যামেরাম্যানের বেরসিক কাণ্ড। তিনি স্টুডিও'র বৃহত্তর প্রেক্ষাপটে শনকে দেখাতে গিয়েই করে ফেললেন অঘটন। বিস্মিত দর্শকরা দেখলেন কোটস্যুট পরে পরিপাটি শন নিচে পরেছেন কেবল শর্টস।
শেষ রাতের সংবাদ উপস্থাপকের পোশাক নিয়ে দ্রুতই টুইটারে মেতে ওঠেন দর্শকেরা। তাদেরই একজন সকৌতুকে লেখেন, "গরমে শরীর ঠাণ্ডা রাখতেই কি বিবিসি'র শন লে শর্টস পড়েছেন? তাই যদি হয়, তাহলে কী সেটা ইচ্ছে করেই দেখানো হলো?"
স্বামীর সঙ্গে নৈশকালীন শিরোনাম দেখছিলেন ৩৪ বছরের নারী জাস্টিনা টোসুন। তিনি বলেন, "শনের এই অবস্থা দেখে আমি দমফাটানো হাসিতে পড়ি। এতক্ষণ তিনি মারাত্মক ও বিরস সব সংবাদ ট্রাউজার না পরেই নির্বিকার ভঙ্গিতে পাঠ করেছেন, একথা বোঝার পর আমার হাসি থামতেই চাইছিল না।
"ব্যাপারটি আরও মজার হওয়ার কারণ, শনের উপরের দিক দেখে তাকে একজন ব্যাংক ম্যানেজার মনে হচ্ছিল, আর নিচের অংশ দেখে মনে হচ্ছিল তিনি ছুটি কাটাতে বেড়িয়েছেন," যোগ করেন জাস্টিনা।
লন্ডনবাসী জাস্টিনা আরও বলেন, "পুরো ব্যাপারটি কোনো অংশেই কোনো কমেডি শো'র চেয়ে কম ছিল না।"