নামিবিয়ার নির্বাচনে জয়ী এডলফ হিটলার...
সম্প্রতি এডলফ হিটলার নামধারী এক রাজনৈতিক নেতা নামিবিয়ার প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করেছেন।
এই হিটলার নাৎসি জার্মানির সেই কুখ্যাত এডলফ হিটলার না হলেও নামিবিয়ার এ নেতার নামকরণ হয়েছিল এডলফ হিটলারের নামেই। তার বাবাই তার এ নাম রাখেন। দেশটির ওশানা অঞ্চলের নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি।
তার নাম নিয়ে বিতর্ক শুরু হলে ৫৪ বছর বয়সী এডলফ হিটলার ইউনোনা জার্মান সংবাদপত্র বিল্ড-কে জানান, তিনি নাৎসি মতাদর্শে বিশ্বাস করেন না এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলের বর্ণবৈষম্য নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যই তিনি রাজনীতির সাথে যুক্ত হয়েছেন।
তিনি বলেন, 'আমার এই নাম থাকার মানে এই নয় যে আমি ওশানাকে নিজের অধীনে নিয়ে আসতে চাই। এর মানে এও নয় আমি সারা বিশ্বে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। আমার বাবা এই নাম রাখার সময় হয়তো এর মর্ম বোঝেননি।"
"ছোটবেলা থেকে এ নামটি আমার কাছে স্বাভাবিকই ছিল তবে বড় হওয়ার পর বুঝতে পারি তিনি কিধরনের মানুষ ছিল। তবে আমার তো এখানে কিছু করার নেই।" বলেন ওশানার নবনির্বাচিত এ নেতা।
তার স্ত্রী তাকে এডলফ বলে ডাকেন, সাধারণত এডলফ ইউনোনা নামই ব্যবহার করেন তিনি। তবে সকল দাপ্তরিক কাগজে আগেই পুরো নাম থাকায় নির্বাচনের সময় ব্যালটেও নাম পরিবর্তন করা যায়নি বলে জানান তিনি।
সাবেক জার্মান উপনিবেশ নামিবিয়ায় এডলফ হিটলার নামধারী ব্যক্তির অস্তিত্ব অস্বাভাবিক কিছু নয়। তবে এ নামধারী বেশিরভাগ মানুষেরই জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে।
নামিবিয়ায় এখনো জার্মান ভাষাভাষী ক্ষুদ্র সম্প্রদায় আছে। প্রতিবছর প্রায় ১ লাখ ২০ হাজার জার্মান নাগরিক দেশটি ভ্রমণে যান।
দেশটিতে এখনো জার্মান ভাষার সংবাদপত্র, রেডিও আছে। দেশটির অনেক রাস্তা ও জায়গার নাম আছে জার্মান ভাষায়। উপনিবেশিক শাসন থেকে মুক্তি পেলেও জার্মান শাসনের ছাপ এখনও রয়ে গেছে নামিবিয়ার বিভিন্ন ক্ষেত্রে।
