রাজশাহীতে গর্তে পড়া শিশু উদ্ধার হবে কখন?
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ২ বছর বয়সী স্বাধীন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে। ১০ ডিসেম্বর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরের দিকে মাটিভর্তি একটি ট্রলি মাঠে আটকে যায়। স্বাধীনকে নিয়ে তার বাবা রাকিব উদ্দিন ও রুনা খাতুন ঘটনাস্থলে আসেন। স্বাধীন মায়ের কোল থেকে নেমে মাঠে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ ৫ ইঞ্চি প্রস্থের একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় স্বাধীন।
