সংস্কার ইস্যুতে কেন একমত হয়নি দেশের প্রধান তিন রাজনৈতিক শক্তি?
সংস্কার ইস্যুতে এখনও এক জায়গায় আসতে পারেনি বর্তমান সময়ে দেশের প্রধান তিন রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াত ও এনসিপি। বিশেষত সংবিধান ও নির্বাচন সংক্রান্ত সংস্কার ইস্যুতে তাদের মধ্যকার অবস্থানগত দুরত্ব বাড়ছে। সংসদে উচ্চকক্ষ গঠনে সম্মত হলেও প্রধানমন্ত্রীর দুই মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, সংবিধানের মূলনীতি, ভোটদানের পদ্ধতি, সংসদের মেয়াদ, ভোটার ও প্রার্থীর বয়সসহ অন্যান্য প্রধান বিষয়ে এখনও একমত হতে পারেনি দলগুলো। সেক্ষেত্রে দেশের রাজনীতিতে সাধারণ ঐকমত্য খুঁজে বের করা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে কঠিনই হবে।