ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর: ছদ্মবেশী, সন্ধানী অসীম মল্লিকের গল্প
কখনো ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে দর কষাকষি করেন, কখনো শেষ রাতে ঢুকে পড়েন টিয়া পাখি ভর্তি গোপন গুদামে, আবার কখনো ছদ্মবেশে বনে-বাঁদাড়ে খুঁজে ফেরেন বন্যপ্রাণী পাচারকারীদের। অসীম মল্লিক যেন গোয়েন্দা...