ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
সুইগির ইনস্টামার্ট, ব্লিঙ্কিট এবং জেপ্টোর মতো কিছু কোম্পানির প্রধান আকর্ষণ '১০ মিনিটে ডেলিভারি'র প্রতিশ্রুতি কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির বিনিময়ে বাস্তবায়ন করা হয়।
