মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’: গৌরবের ইতিহাস আজ ধ্বংসস্তূপে

৫৮ বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপনাটির বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। দীর্ঘকাল সংস্কারের অভাবে বয়সের ভারে নুয়ে পড়েছে ক্লাবঘরটি। দরজা-জানালা ভেঙে গেছে, ওপরের টিনের চাল খসে পড়ছে। এক সময়ের কোলাহলমুখর...