সাংবাদিক তুহিন হত্যা: ময়নাতদন্তে মিলল ধারালো অস্ত্রের ৯ আঘাত
ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মামুন জানান, নিহত তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে সৃষ্ট গুরুতর নয়টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রতিটিই সমান...