জেন-জি আন্দোলন দেখিয়ে দিল, সোশ্যাল মিডিয়া যেমন শক্তি জোগায়, তেমনি তৈরি করে সংকটও

তরুণরা মনে করেন, ‘এটি নতুন যুগের প্রতিবাদী শক্তির সূচনা।’ তবে আন্দোলনগুলোর সবই অফলাইনে মারাত্মক পরিণতি ডেকে এনেছে।