‘বঙ্গবাজারের ঘটনায়ও দিয়েছি, উত্তরার দুর্ঘটনায়ও পাশে আছি’: রক্ত দিতে আসা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

মেহরীন নামে একজন বলেন, “আমাদের মানুষ যদি ঘৃনাও করে, আমাদের রক্তের সাথে তো কারও দূরত্ব নেই। যতো ব্যাগ রক্ত দরকার আমরা দিতে প্রস্তুত।”