পুরোনো পথেই ফিরল যুক্তরাষ্ট্র: লাতিন আমেরিকায় হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাসেরই ধারাবাহিকতায় আটক মাদুরো

১৯ শতকে মনরো নীতি গ্রহণের মধ্য দিয়ে পুরো পশ্চিম গোলার্ধকে নিজেদের ‘আঙিনা’ হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। এই নীতির দোহাই দিয়ে শুধু বিশ শতকেই লাতিন আমেরিকায় বহুবার অভ্যুত্থান ঘটিয়েছে ও সরকার উৎখাত...