ট্রাম্পকে মাচাদোর নোবেল উপহার: ‘মেডেলের মালিকানা বদলালেও বিজয়ীর নাম বদলায় না’ বলছে কমিটি
এক বিবৃতিতে নোবেল কমিটি জানায়, ‘নোবেল পুরস্কার একবার ঘোষণা করা হয়ে গেলে তা প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী’।
