ভারতের সাথে 'গোপন' বৈঠকের খবর অস্বীকার জামায়াত আমিরের, বললেন 'বিভ্রান্তিকর'
জামায়াতের আমীর বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তখন ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে বাসায় আসেন।
