ব্রাহ্মণবাড়িয়ায় শতাব্দী প্রাচীন শুঁটকি মেলায় বন্ধ হলো বিনিময় প্রথা  

মেলার প্রথম দিনে ভোর থেকে কয়েক ঘণ্টা বিনিময় প্রথায় শুঁটকি কেনাবেচা হতো; এরপর চলত নগদ টাকায়। মূলত বিনিময় প্রথায় নিম্নবিত্তরাই মেলা থেকে শুঁটকি নিতেন।