দ্রুত ফলনশীল বিনা-১১ চাষে বোরোর আগে হবে আরেকটি ফসল

দ্রুত ধান পাকার কারণে জমিতে সরিষার চাষ করা যাবে। সরিষার চাষ শেষে বোরো ধানের মৌসুম শুরু হবে। কিন্তু যাদের ধান আরো এক মাস পর পাকবে তাদের বোরোর আগ পর্যন্ত জমি পতিত রাখতে হবে।