যেভাবে গ্রামের শেষ ফোন বুথটি বাঁচাতে লড়াই করেছেন এক ব্রিটিশ বৃদ্ধ

যুক্তরাজ্যে ফোন বুথ চালু রাখার নিয়ম হলো, বছরে অন্তত ৫২টি কল সেখান থেকে করতে হবে। অথচ ২০২৪ সালে ওই বুথ থেকে ১০টিরও কম কল করা হয়েছিল। হ্যারিস তাই শুরু করেন ফোন বুথ বাঁচানোর উদ্দেশ্যে প্রচারনা।