'এ যেন সায়েন্স ফিকশন': পৃথিবীর অভ্যন্তরীণ কোরের আকৃতি বদলে যাচ্ছে, বললেন বিজ্ঞানীরা
ইনার কোরের গতিশীলতা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে আমাদের রক্ষা করে। যদি এটি বন্ধ হয়ে যায়, তবে পৃথিবীও মঙ্গলগ্রহের মতো প্রাণহীন হয়ে পড়তে পারে।