পাণ্ডুলিপি ‘সূর্যজ্যোতির পাখি’: একাত্তরের প্রথম নারী শহীদ কবি মেহেরুন্নেসা  

কবি মেহেরুন্নেসার জীবন থেমে যায় মাত্র উনত্রিশে। যদি তিনি বেঁচে থাকতেন, কবিতায় তার খ্যাতি আরও বিস্তৃত হতো—এ কথা দৃঢ়ভাবেই বলা যায়। অল্প সময়ে তিনি যা লিখে গেছেন, তার দ্যুতি আজও কম নয়।