থানকুনি পাতা খেলে করোনা হবে না- এই মিথ্যা প্ররোচনায় গাছ উজাড়

বরিশাল বিভাগের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ে এই গুজব। এমন গুজব  ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাত দুইটা থেকে ফজর নামাজের আগ পর্যন্ত পাতা খাওয়ার হিড়িক চলে। কোথাও কোথাও থানকুনিপাতা খেতে মাইকে আহ্বান জানানো হয়।