ঝালকাঠিতে তালগাছ কেটে বাবুই পাখি হত্যা, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বন বিভাগের
মোবারেক আলী ফকির তার জমির পাশে থাকা তালগাছটি মিজানুর রহমানের কাছে বিক্রি করেন। গাছের ক্রেতা শুক্রবার গাছটিকে কেটে ফেলেন। স্থানীয়রা আপত্তি জানালেও তিনি গুরুত্ব দেননি।