জানালা নেই, তবু 'উইন্ডো সিট' বলে বিক্রি; দুই মার্কিন এয়ারলাইনসের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন যাত্রী

যাত্রীদের অভিযোগ, আসন বুকিং দেওয়ার সময় আসনটি যে জানালাবিহীন, সে সম্পর্কে সংস্থা দুটি যাত্রীদের কিছুই জানায় না, তবে এর জন্য ঠিকই বাড়তি অর্থ আদায় করে।