তালাবদ্ধ পড়ার ঘর থেকে মিলেছিল ডেভিড বোয়ির শেষ গোপন প্রজেক্ট

২০০২ সালে এক সাক্ষাৎকারে বোয়ি বলেছিলেন, ‘শুরু থেকেই আমি থিয়েটারের জন্য লিখতে চেয়েছিলাম।’ দ্য স্পেকটেটর হয়তো সেই অপূর্ণ ইচ্ছারই পূর্ণতা হতো—যদি তিনি বেঁচে শেষ করতে পারতেন।